আজ আমি কোথাও যাব না

আজ আমি কোথাও যাব না
আজ আমি শুধু তোর কথা ভাবব।
স্মৃতিমাখা সঙ্গীত সব বাজবে কেবল-

কীভাবে কাটাস দিন তুই!
কোন্ ভাবনা ঘুণপোকা
খেয়ে যায় সোনার পালঙ্ক
একটাই সোনার পালঙ্ক
হারিয়ে গেলে নেই আর ভূভাগে
হারিয়ে দিয়েছি আমি
অবিসংবাদিত খেলোয়াড়-
এইসব মেঘ আটকে থাকা দিনে
প্রশিক্ষণ কেন্দ্র সব বন্ধ
আমি খুলে দেই জন্মের দায় আর দেনার হিসাব বহি

দেয়ালে তৈলচিত্র, টিভির পর্দায় ভূগোল
বন্দিত্বের নেশায় বুঁদ মন তবুও খুঁজে শিকল
তোর শিকল-

শরীরের অধিক জীবন আছে- সে কেবল প্রার্থনার
শরীরের অধিক জীবন আছে- সে কেবল
তোকে চাইবার।
আমাকে তুই, তোকে আমি।
এরচেয়ে বেশি সত্য ধারণের সক্ষমতা দেয়া হয়নি আমাদের
বিবেচক ঈশ্বর- এ বেলায় স্বীকার করে নেই

এইসব দিন কেটে যায় যে যার মতন- নির্বিরোধী
আমি তোকে ভাবনায়, সময় তার মতন
পথ মাড়াই না কেউ কারো

নিজেকে ক্ষমা করতে পারা- মানুষজন্মের সেরা প্রাপ্তি
ক’জন আর পায় বল!