preloader
close

পরিচিতি

video

সূফী হেফজুর রহমান আগ্রহ নিয়েই ইংরেজি সাহিত্যে পড়েছেন এবং ছোটগল্প, ক্ষুদ্র ক্ষুদ্র রম্য রচনায় তাকে বেশি পাওয়া গেলেও কবিতায় জীবন সঁপেছেন- নিজের সম্পর্কে তিনি এমনটাই বলেন।

তার বাবার চাকরির সুবাদে দেশের বেশ কিছু বিভাগে শৈশব, কৈশোর, তারুণ্যের সময় কাটানোর সুযোগ পান। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে ঢাকায় ঢোকেন এবং এরপর থেকে মোটামুটি ঢাকা কেন্দ্রিক জীবন তার। ঢাকা শহরের অবিচ্ছেদ্য অংশ ‘ট্রাফিক জ্যাম’ তার চিন্তা জগতের অনেকাংশে ছড়িয়ে পড়ে। জ্যামে বসে তিনি মহাজগত সৃষ্টির আদি থেকে এর ধ্বংস পর্যন্ত ভাবেন। এসব ভাবনায় ছেদ ঘটায় তার আশেপাশের মানুষের কান্ডকারখানা। এসব কান্ডকারখানা তিনি লিখে রখেন ‘জ্যাম সাহিত্য’-এ।

video