আমার কেবলই পালিয়ে যেতে ইচ্ছে করে

Sad Poem by Sufee Hefzur

মানুষের মাঝে নিগুঢ় ব্যস্ততা,
ক্ষেতের আল আরও পুরুষ্টু করে তারা জলাশয়ে বসতি গড়ে
চারপাশ নিয়মমাফিক- একই সূর্য বিরামহীন চেয়ে দেখে
আমার কেবলই পালিয়ে যেতে ইচ্ছে করে

এইসব দিন বিষন্ন পাতার মতো বৃক্ষের গায়ে
বিচ্যুত হয়- পিষ্ট হয় বোধহীন মানুষের পায়ে।
এইসব দিন ফিরে ফিরে আসে পরিক্রমায়
ফেরাতে পারে না তোমাকে গাঢ় ক্ষমায়
চারপাশে দেয়াল ক্রমশ সংকুচিত হয়ে আসে

এই চোখ-জিভ-হাত এখনও অক্ষত
কোনো অঙ্গচ্ছেদন ঘটেনি আমার
নিরুপদ্রবই আছি; চারপাশে যতই বাড়ুক আগুনে খেলা
তবুও আমি চাপা পড়ে যেতে থাকি বিবিধ বোধে
আমার কেবলই পালিয়ে যেতে ইচ্ছে করে

১৪.০৪.২০২৩