আমি নেতা হতে চাইনি

না মহোদয়, আমি নেতা হতে চাইনি
আমি সবাইকে আনন্দিত দেখতে চেয়েছি।
আমার রন্ধ্রে আইসক্রিমওয়ালার-ই ধূন;
আমি আইসক্রিমওয়ালা হতে চেয়েছি।

আমার মন চেয়েছে-
শোলামোড়া কাঠের বাক্সের পাল্লা উঠিয়ে-নামিয়ে চিৎকার করে বলতে-
মালাই আইসক্রিম এ মালাই….
আমি চেয়েছি ছোট ছোট ছেলেমেয়েরা ছুটে আসুক আমার কাছে-
ভাঙা শিশি কাচের বোতল টিন প্লাস্টিক দিয়ে
কিনে নিয়ে যাক আনন্দ।
আমি আনন্দ বেঁচতে চেয়েছি।

আমি চেয়েছি, যে শিশুটি পারবে না কিছু দিতে
সিকি কিংবা আধুলি
ছেড়া বই খাতা বা জংধরা তৈজস
সব শিশু চলে গেলে, যেন সে লজ্জা না পায়
ঈশ্বরের মূঢ়তায়-
তাকেও দেব একটা আইসক্রিম
বিনিময় নেব তার লাজুক- বিব্রত- অসহায়ত্ব’র হাসি-

আমি আদতে আইসক্রিমওয়ালাই হতে চেয়েছি।
আমি আদতে ব্যর্থই হতে চেয়েছি।

১৪/০৬/২০২২
চট্টগ্রাম ।