আলহামদুলিল্লাহ ভালো আছি

এভাবেই দিন যাপন করছি
চোখ-কান-মুখ ঢেকে রাখছি
মানুষ মানেই উটকো কিছু
মানুষ হতে দূরে থাকছি
নির্ঝঞ্ঝাট বাঁচবো বলে
সম্পর্ক সব শিথিল রাখছি
আলহামদুলিল্লাহ ভালো আছি।

জীবিকার জন্য চাকরি করছি
প্রত্যুষে উঠেই অফিস ছুটছি
নির্দেশের কাজ করে যাচ্ছি
গাধা-মানুষ মিলন দিচ্ছি
উদয়াস্ত খাবি খাচ্ছি
নিশুতি রাতে বাড়ি ফিরছি
মাস শেষে মাইনা নিচ্ছি
আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমি ভাই ধর্মের পথেই আছি
অন্যায় হলে প্রতিবাদ করছি
সরবে নয়, নীরবে করছি
সেও না পারলে ঘৃণা করছি
কুলুপ কোথায় সে জ্ঞান রাখছি
আলহামদুলিল্লাহ ভালো আছি।

পুরুষ হয়ে জন্ম নিয়েছি
পূর্ণবয়স্ক পুরুষ হয়েছি
শিশু-কিশোরী অসহায় দেখেছি
নিজেকে আমি বাঁচিয়ে রেখেছি
দেয়ালের কান আছে জেনেছি
নিঃশব্দ শ্বাসে নিগ্রহ বাঁচিয়েছি
আলহামদুলিল্লাহ ভালো আছি।

চিলেকোঠায় ঘর নিয়েছি
দরজা জানালা ছোট কেটেছি
শব্দ ঢাকতে তুলো গুঁজেছি
গন্ধ ঢাকতে বন্ধ রাখছি
খাদ্যে বিষ তাই কম খাচ্ছি
নিরেট মেঝেতে নাড়ি গেড়েছি
আলহামদুলিল্লাহ ভালো আছি।

১২/০৪/২০১৯
ঢাকা।