ঈশ্বর ও আমি

গতানুগতিকতার বাইরে গিয়ে জিজ্ঞাসি, বলো, কী করেছো?
কোথায় পাঠিয়েছেন!
কী করেছ।
কোথায় পাঠিয়েছেন!
শান্ত হও।
নিজেকে শান্ত করুন বরং!
জানোই তো, উদ্ধতস্বভাব কী করে পতিত হয়!
পতিত ছিলাম। নিজেকে জিজ্ঞাসুন!
বলো, বলতে যা চাও।
কেন পাঠিয়েছেন!
জানো।
কেন ওখানেই!
প্রিয় ছিলে।
অপরাধ মানছি তবে। এবং মানছি না।
কেন না?
জানিনি প্রিয় ছিলাম
শ্লোক আর বেদ আর বাণী ছিল।
বুজরুকিতে ভর করে!
বটে। দিলেম বর পুনর্বার। বলো।
ছিল না আদিম জঙ্গল? বন আর পশু!
প্রিয় ছিলে। দিয়েছি আশ্রয়।
প্রিয়! বোঝোনি প্রাণের আকুতি!
স্বজাতিতে ছিলে।
অমন নির্বোধ কী করে তুমি! ছিলেম কী জড় এবং ক্রুর?
কী চাও বলো।
অমন চাই না। কারো না। দাসখত দাও।
সীমালঙ্ঘন মানি না, প্রিয়দেরও, জানো নিশ্চয়?
সীমা তোমার। লংঘন তোমার। সুখে থাকো।
অনন্ত জ্বলন!
তাই হোক।

উত্তরা
১৬/০৪/২০২০