এইসব বিষাদময় ভাগাড় ছেড়ে চলে যাব আনন্দ-নগরে।
ফেলে রেখে যাব বৃহৎ পরিকল্পনার গিজগিজে ভাইরাস
নিজেকে বলি, বেছে তুমি নিতেই পার
পাঁক রেখে পুতুল নাচ- অবারিত সবুজ, অনাঘ্রাত পাহাড়
(যদিওবা পাহাড়ের কল্পনায় চাকমা মেয়ে এসে যায়!)
আর কোনো মুখ চাই না চোখের চৌহদ্দিতে
বরং ছানি থাকুক, ক্লান্তিকর অবয়বের চেয়ে
সমতার বিশ্ব গড়বে বলে পাহাড় ধ্বসিয়ে দেয়
নিজেদের বানিয়ে তোলে অভেদ্য অলিম্পাস
এইসব ভাগাড়ে সম্পদ থাকুক স্বমহিমায়
চলে যাব নির্জন ঊষরে
নেব শুধু তোকে যদি চাস- আজন্ম পক্ষপাতিত্ব আমার।
২৭.০৯.২০২৪