-এত জরিমানা করলেন ক্যান! হেরাসমেন্ট করেন আপনারা!
-দেখুন যা করা হয়েছে, বিধান মোতাবেক পাই পাই হিসেব করেই করা হয়েছে।
-বিধান মানে! কিসের বিধান! কার বিধান!
– বিধির বিধান।
-বিধির বিধান! বিধি এই বিধান দিছেন! আমারে এই জগতে জরিমানা করার বিধান বিধি আপনারে দিছেন!
নাফরমানি করেন! নিজেরা অন্যায় করেন আর বিধির উপর দোষ দেন!
-আপনি চাইলে আমি বিধি দেখাতে পারি।
-আরে রাখেন! আপনি কে যে আমারে বিধি দেখাবেন! বিধি আপনারে আমি দেখাবো; মজা টের পাবেন! নিজের অন্যায় বিধির উপর চাপান!…. (ইত্যাদি ইত্যাদি)