তেলাপোকা

জন্মেছিস? এবার মরে যা।
এখানে তোর কোনো স্থান নেই।
কষ্ট পেলি? আচ্ছা, ঠিক আছে, বল তবে
হায়েনা তাড়ানোর শক্তি রাখিস?
বিষদাঁত ভেঙে সাপ খেলাতে জানিস?
গন্ডারের চামড়ায় অনুভূতি জাগাতে পারিস?
কতক্ষণ আর আগলে রাখবি স্বীয় সন্তান ঈগলের ছোবল থেকে?

ভিটে খেকো উইপোকা, ফসলের ক্ষেতে বিষকাটালির চাষ-
সঞ্চিত কড়িগুলো ধুলো হয়ে যায় নিমিষেই
পারবি থেকে যেতে?

তেলাপোকা টিকে গেছে। চাইলে হয়তো তুইও-

১৩।০৭।২০২৩
ঢাকা।