তোমার পুরনো মুখ

“তোমার পুরনো মুখ, মুখখানি দুই হাতে ধরে
আমি ভুলে যাই মানুষের যত অপরাধ”

এখানে কেবল দেয়াল, চারপাশে আবু গারিব
সৈন্যরা ঘোরে জিঘাংসার চোখ নিয়ে
কোন্ চকিত চাহনিতে দেখে নেব তোমাকে?
খানিকটা একান্ত, ক্ষণিক আলিঙ্গন, স্পর্শের উষ্ণতা- এইসব চাওয়া
সন্দেহভাজনের ধারায় বিচার হবে।
পূর্ণ কিংবা ক্ষয়া চাঁদের পানে তাকান না বিচারক।
অনন্ত বিচারালয় এখানেই।
এখানেই জানবে- কেবলই পাপ জমিয়েছ তুমি
সকল বিচার হবে- এইসব আশাবাদ
মুছে যাবে ফুসফুসের দীর্ঘ ব্যায়ামে।