নদী এক পাড় ভাঙলে আরেক পাড় গড়ে

নদী এক পাড় ভাঙলে আরেক পাড় গড়ে-
শাস্ত্র অমনটা বলে, শাস্ত্রী মাথা নাড়ান, জ্ঞানের আড়ত ঝনঝনিয়ে ওঠে।
আমিও এজীবনকাল নদীর এক পাড়ে ছিলাম,
অন্য পাড়ে যারা ছিল, তারা সত্যের কারবারি
মহাজনী নাও সব যেত ওপাড় ঘেঁষে।

ব্রহ্মাণ্ড নাকি বাড়ছে ক্রমশ – শাস্ত্র এ-ও বলে
এখানেও শাস্ত্রী মাথা ঝাকান, এখানেও ঝনঝনিয়ে ওঠে
খুলির ভেতর আটকে পড়া আদি জ্ঞান।
আমি আকাশের দিকে তাকাই।

ক্রমাগত ক্ষয়ের নদী আর বাড়ন্ত ব্রহ্মাণ্ড সূত্র মিলাই
অনার্য প্রাণে মানুষের না থাকাটাই সত্য হয়ে আসে-

০৪/০৬/২০১৮
উত্তরা, ঢাকা।