নেতা নেপলিয়নের ইচ্ছায়

এনিমেল ফার্মের কথা মনে পইড়া যায়, চৈত মাসে ঠাডা পড়া ফাডা কপালের দিক যখন চাই।
এনিমেল ফার্মের কথা মনে পইড়া যায় যখন দেখি, মুরগির সাথে মোরগও নামে প্রতিযোগিতায়, বেশি ডিম পাড়ায়, ঐ নেতা নেপলিয়নের ইচ্ছায়।
এনিমেল ফার্মের কথা মনে পইড়া যায় যখন দেখি গাভী আর বলদ দুইয়েই মত্ত হয় 
বেশি দুধ দেবার প্রতিযোগিতায়, ঐ নেতা নেপলিয়নের ইচ্ছায়।
এনিমেল ফার্মের কথা মনে পইড়া যায় যখন দেখি, নিজ চামড়া দিয়া দড়ি পাকায়, হাসি রেখে মুখটায়, বোধওয়ালা প্রাণীটায়, ঐ নেতা নেপোলিয়নের ইচ্ছায়।
এনিমেল ফার্মের কথা মনে পইড়া যায় যখন দেখি, নিজের মাথায় নাদি দিয়া সঙ হয়ে নাচে মহাজনটায়, ঐ নেতা নেপোলিয়নের ইচ্ছায়।
এনিমেল ফার্মের কথা মনে পইড়া যায় যখন দেখি, নেপোলিয়নের নকল কীর্তি কিনে গাঁটের পয়সায়, নিজের জ্ঞান তুলে শিকায়, মানুষের আদলে গাধা-ঘোড়ায়।
এনিমেল ফার্মের কথা মনে পইড়া যায়, চৈত মাসে ঠাডা পড়া ফাডা কপালের দিক যখন চাই।
জ্যারোডি

(কাঁঠাল বাগান টু উত্তরা)