পরিব্রাজক বলে

বিচ্ছেদ-বিচ্ছেদ খেলা শেষে উম্মাতাল হও প্রেমে-
প্রেমে নেই প্রার্থনা- উষ্ণ আকুতি- বেঁচে ওঠার সাধ
ছোটো বল্গাহীন;
মাঝপথে থেমে গিয়ে ভাবো- এলাম এ কোন দেশে!

আমিও তোমাদেরই একজন
নিজস্ব কোন আয়না নেই তাই, তোমাদের দিকে তাকাই-
শারমেয় রূপ খ’সে পড়ে সন্ধ্যায়
তখন শুদ্ধাচার জোগায় তামাশা।

ও দরজার কড়া নেড়ে লাভ নেই
মন্ত্র ভুলে সোনার মোহর নিয়েছ তুলে-
সে গল্প অব্যক্ত থাকুক মহাকালের কাছে

দায় রেখে যাবার ধৃষ্টতা কে আর পায়!

২৪/০৭/২০১৭
উত্তরা