পেঁয়াজ সমাচার

১)
-দোস্ত, জয়নালের বিয়াডা ভাইঙ্গা গেছে।
-কস কি! সবকিছু না ঠিকঠাক ছিল? কার্ডও তো বিলানো শ্যাষ! কেমনে কি হইলো!
– আর কইস না। মেয়ের এক মামা ব্যাপক ধুরন্ধর, তার নাকি বিশিষ্ট লোকজনের সাথে ওঠাবসা। সে খবর বের করে ফেলছে, জয়নাল সিজনাল পেঁয়াজ ব্যবসায়ী। 

২)
চিত্রশিল্প ও চিত্রশিল্পী বিষয়ক জাতীয় অনুষ্ঠান ৬৯তম ‘বঙ্গচিত্রের কলা’র এবারের আয়োজনে ‘অমূল্য চিত্র’ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে শিল্পী মোখলেস সরকার অংকিত ‘আমি কি দেখেছি’ শিরোনামের চিত্রকর্মটি। তেলতেলা রঙে আঁকা ছবিটির উপজীব্য একটি পেঁয়াজ গুদাম।

৩)
একদা
কিং লিয়ারঃ বলো মা, তুমি আমাকে কতটা ভালোবাসো।
কর্ডেলিয়াঃ আমি তোমাকে পেঁয়াজের মত ভালোবাসি, বাবা।
কিং লিয়ার ক্রুদ্ধ, কর্ডেলিয়া অবরুদ্ধ।
বর্তমানে 
কর্ডেলিয়া মৃতপ্রায়। কিং লিয়ার অনুতপ্ত ও পাগলপ্রায়।

৪)
খবর
শিরোনাম -১ঃ মিশর থেকে ৫০০ টন পেঁয়াজ আসছে। খুব শীঘ্রই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে আসবে।
শিরোনাম -২ঃ ইরান থেকে ৫০০ টন পেঁয়াজ আসছে। খুব শীঘ্রই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে আসবে।
শিরোনাম -৩ঃ মিয়ানমার থেকে ৫০০ টন পেঁয়াজ আসছে। খুব শীঘ্রই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে আসবে।
পেঁয়াজের আরো খবর আসছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর।

৫)
-দোস্ত, এবারের বইমেলায় আমাদের কি উপহার দিচ্ছিস?
-এবার তোদের দেবো একটি টানটান উত্তেজনার রহস্য রোমাঞ্চ উপন্যাস, নাম, “অদৃশ্য আঁতাত”।
-বাহ, নামটা তো দারুণ, দোস্ত! ভৌতিক কিছু নাকি!
– হুমম, ভৌতিক বলতে পারিস, আবার ভৌতিকও না। সেটা বের হবে কাহিনীর শেষে।
-একটু কাহিনি সংক্ষেপ বলনা!
– এই ধর, একটা জনপদে, নিত্যপ্রয়োজনীয় একটা খাদ্য উপাদান গায়েব হতে থাকবে। পীর, ওঝা, এধরণের কামেল লোক এসে বলবে এগুলো দুষ্টু আত্মার কাজ। সেসব দুষ্টু আত্মা তারা খুঁজবে, কিন্তু পাবেনা।
-কেন পাবে না দোস্ত?
-আরে বেটা, পেলেই তো কাহিনী শ্যাষ!

৬)
সাত্তার আগে কাঁচা পেঁয়াজ খেতো। এখন মুলা খায়।