বিচ্ছিন্ন দ্বীপ

বিচ্ছিন্ন দ্বীপ, বেঁচে আছো নিজস্ব পরিমন্ডলে
ভাবছো নিজেকে জল সবের কেন্দ্রবিন্দু
চৌহদ্দির অধিকর্তা

সত্য বটে! কতকাল দেখি না তোমাকে
পরিযায়ী পাখিরা আসে, যায়, সুর তোলে
ঘাসে ঘাসে জন্মায় ফুল, প্রজাপতি ওড়ে
ঋতু বদল হয়, মরতে মরতে বেঁচে ফিরে অগণিত কীট সীমানা প্রাচীরে
“সব পাখি ঘরে আসে- ”
তোমাকে ভোলাতে পারে না।

মার্চ ২৪, ২০২৩।