বিবৃতি

এমনও তো হতে পারে, খুনিটা আসলে খুনি না
খুনটা আসলে হয়ে গেছে
হতে পারে, ধর্ষকটা আদতে ধর্ষণ করেনি, ঘটনাটা জাস্ট ঘটে গেছে!
এসব ঘটনার ইন্ধন থাকে বাতাসেই!
মানুষ কি আর খুনি হতে চায়!
ধর্ষক যে ঘৃণ্য- এটা কি সে জানত না?

চারপাশে যুক্তির বাতাস
নির্বোধ আমি অম্লজান খুঁজে বেড়াই।