ভুতুড়ে চিতাশাল

স্ক্রিন থেকে চোখ সরিয়ে দেখি আকাশ নীল
গাছেরা সবুজ, আর দূরে নিঃসঙ্গ একটি চিল-
আমার কি আর কোথাও যাবার কথা ছিল?

আমার কি আর কোথাও যাবার কথা ছিল?
কলমির সাথে কচুরিপানা ফুল তোলার কথা ছিল?
গোষ্ঠীবদ্ধ সীমের থোকা, আহলাদে পাকা টমেটো
লাঙ্গলের ফলার টানে বেরিয়ে আসা গোল আলু?
আয়েসে শুয়ে থাকা ক্ষীরা, এলিয়ে থাকা কলাই?
কথা ছিল বাজিতে এক ফসলি হাওর হেটে পেরুবো
কোন এক তপ্ত দুপুরে? পাকা ধানের গন্ধে ভেসে ভেসে?
অকৃপণ বর্ষার পবিত্র জলে দাপিয়ে চোখ লাল করার?
মমতাময় মাটির আচ্ছাদন ছিঁড়ে শালুক তুলে আনার?
নৌকার গলুইয়ে টেংরা পুটি নিয়ে ফেরার কথা ছিল?
টানা বড়শি, ট্যাটা- বুন বাতিতে আদি শিকারী হবার?

ভুতুড়ে চিতাশাল কার কথা বলে?

১৬/০৪/২০১৯
ঢাকা।