-তুমি যে সরলমনা, সেটা বিশ্বাস করব কেন?
-স্যার, দেখেন, নদীতে বালুর চর পড়ে নদী মরে যায়। তাহলে নদী থেকে বালু তুললেই তো নদী বেঁচে যায়। অথচ নদী থেকে বালু উত্তোলন করলে মিডিয়া রিপোর্ট করে, ‘নদী থেকে বালু উত্তোলন, পরিবেশ বিপর্যস্ত।’ মিডিয়া এটা কেন বলে আমি বুঝি না।
-হুম, তুমি আসলেই সরলমনা। শোনো, এই কথাটা আর কাউকে বলো না।