আজকে দৈনিক প্রথম আলো

আজকে দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম করেছে, “৩০০০ মেগাওয়াট লোডশেডিংয়ের কবলে দেশ”।

বোঝা যাচ্ছে দেশ বেশ বেকায়দায় পড়েছে বিদ্যুতের ঘাটতি নিয়ে। দেশের বিদ্যুৎ ব্যবস্থার এই বেহাল দশা একদিনে তৈরি হয়নি। মূলত, আমাদের পূর্বপুরুষদের অদূরদর্শীতার জন্যই আজকের এই বিপর্যয়। আমাদের পূর্বপুরুষরা যদি দূরদর্শী হতেন, তাহলে আজকে এমন শিরোনাম হতনা; শিরোনাম হত, “ঘরে ঘরে বিদ্যুৎ”। আমাদের পূর্বপুরুষেরা তাদের গন্ডায় গন্ডায় উৎপাদিত সন্তানদের মাঝ থেকে অন্তত একজনের নাম যদি ‘বিদ্যুৎ” রাখতেন, তাহলে আজকে প্রতিটি ঘরে বিদ্যুৎ থাকত।

কেউ কেউ বলতে পারেন, ‘বিদ্যুৎ তো ছেলের নাম, যার ছেলে নাই, যার শুধু মেয়ে সন্তান, তার ঘরে বিদ্যুৎ আসত কি করে?’ জবাব খুব সোজা, ঐ মেয়ে সন্তানের নাম বিজলী রাখলেই কাজ হয়ে যেত। বিজলী – বিদ্যুৎ একই জিনিস!

জ্যাম ভাবনা
২৩/০৫/২০১৭
কাঁঠাল বাগান-উত্তরা