আনন্দেপ্রেমীরা ফিরে গেলে

আনন্দেপ্রেমীরা ফিরে গেলে
শুন্য পড়ে থাকে মঞ্চ।
আমিও ফিরে যাই গ্রিনরুমে
খুলে ফেলি দিগ্বিজয়ীর সাজপোশাক
তখন প্রেমাহারী অপুষ্ট দেহে ক্লান্তি-

সাজপোশাক খুলে ফেলা মানুষ কেবল দ্বিধার বরপুত্র
দ্বিধা ঢেকে রাখে ভাঁড়- করতালি- উল্লাসধ্বনি

২৯.০৮.২০২২