আমাদের স্বপ্ন দেখাননি

আমাদের স্বপ্ন দেখাননি কোনো রাজনৈতিক নেতা, কোনো ধর্মগুরু, কোনো মোটিভেশনাল বক্তা-
নিজেদেরকে তৃতীয় বিশ্বের দারিদ্র্য পীড়িত, অবহেলিত একটা দেশের মানুষ জেনেও বৈশ্বিক নাগরিক ভাবার সুযোগ করে দেয়নি কোনো দাপুটে মানুষ।
যুদ্ধ পরবর্তী একটা দেশের অন্তত দুটি দশকের দুটি প্রজন্মকে দাঁড় করায়নি আর কেউ,
এসব করেছেন কেবল কাজী আনোয়ার হোসেন আর তাঁর সেবা প্রকাশনী। গত শতাব্দীর আশি ও নব্বই দশকের যারাই আজ যেখানে প্রতিষ্ঠিত আছেন, তাদের সিংহভাগ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজী আনোয়ার হোসেন ও সেবা প্রকাশনী দ্বারা অনুপ্রাণিত। মফস্বল শহরে বেড়ে ওঠা এই আমার কাছেই বিদ্যালয় জীবনে তাহিতি বা স্পেনের ইবিজা বন্দর কোনো দূরতম স্থান ছিল না কাজীদা এবং তাঁর সেবা প্রকাশনীর কল্যাণে।
কত কথা, কত স্মৃতি এই মানুষ আর তাঁর প্রকাশনীকে ঘিরে!
ব্যক্তিগত পরিচয় না থাকা স্বত্তেও এদেশে দুজন মানুষের দেহাবসানে আমার চোখে পানি এসেছে। একজন প্রয়াত মেয়র আনিসুল হক, আরেকজন আপনি, পরম ভালোবাসার কাজীদা। আমরা যতদিন আছি, আপনি থাকবেন। আমরাও চলে যাব, আপনি বেঁচে  থাকবেন।