কড়ি প্রয়োজন তোমার কেননা তুমি নিজের করে কিছু সময় প্রত্যাশী আর সময় এখানে কিনে নিতে হয়।
তুমি জেনেছিলে জীবন- সময়ের সমষ্টি কেবল। চেয়েছিলে জীবনকে ধরতে আর দেখলে ওটাও একটা ঘুড়ি, নাটাই আর কারো হাতে- কড়ি দিয়েই কেবল পাওয়া যায়- ক্ষণিক।
তুমি দেখ, কে যেন এসে ডিক্রি জারি করে-
পা ফেলা বারণ
কেননা
সবুজ ঘাস তোমার নয়, পাখি তোমার নয়, আকাশ তোমার নয়
মা বলে বাবা বলে প্রেয়সী বলে যাকে জান, সে-ও আজ্ঞাবহ কোনো এক অধীনের-
কতকাল পার করে দিলে এই ভেবে- জীবন একদিন তোমার হবে।
একদিন হাত বাড়ালেই আকাশ-
১৭।০৭।২০২৩