একদিন

একদিন সারারাত উদযাপন করব এই
জীবন যেভাবে আমাদের অসমাপ্ত রেখে গেছে-

একদিন আমরা উড়িয়ে দেবো
সকল রুহানি আজ্ঞা।

একদিন তুই আমি
পৃথিবীর আদিম মানুষদ্বয় হবো
আমাদের চৌহদ্দিতে থাকবে না
জ্ঞানী অভিশপ্তের আনাগোনা

একদিন তুই আমি মিলে
বুড়ো আঙুল নাচাবো সারা রাত
আলোর প্রেতেরা জ্বলবে ঈর্ষায়-

একদিন কড়ির সব রূপ সব আচার ব্যর্থ হবে
ব্যর্থ হবে হিসেবের সব রূপরেখা
একদিন তুই-আমি আমরা হবো।

১৩.০৬.২০২৩
চট্টগ্রাম।