কসাই

Kosai - poem by Sufee Hefzur

কসাইয়ের সেই ঐতিহ্য আর কই
“লোকে কি ভাববে” তাচ্ছিল্য করা বুনোগোঁফ
সমীহ জাগানিয়া ডাকাইত চোখের নির্লিপ্ততা
খড়খড়ে কন্ঠ,”নিলে নেন, নাইলে যান, এর বাইরে বেঁচুম না”
চাপাতি-কাঠ-হাড়-মাংসের ভোঁতা সংগীত
আর নেই।
আর নেই।

দপ্তরে দপ্তরে যাই, দেশি-বিদেশি কর্পোরেট- আমলা
আদালত প্রাঙ্গণে ভীড়- হাসপাতালে হাউকাউ
জমিনের ওপর বাটাবাটি কাটাকুটি খেলা
ওদিকে আইন শৃঙ্খলার নিরাপদ বেষ্টনী
এদিকে জাঁদরেল প্রহরী- জোর ও ধর্মের

চারপাশ খোলা, মুক্ত বাতাস খেলে তবু্ও
শক্তির অবিনাশী রূপ ভর করে থাকে মাথার ওপর।