কাকে তুমি অভিযোগ করো

শিল্পের প্রতি অমন আকুতি!
অথচ একদা
ভাস্করকে নৈব্যক্তিক রেখে
রাজমিস্ত্রির কদর করেছিলে।

কাকে তুমি অভিযোগ করো?

২৩/০৬/২০১৮
উত্তরা।