কালো মোহর

প্রহরা বসিয়ে তুমি মহাজন সাজো- ভাবো
কোন্ দিকে যাবে কোন্ শিকার!
কেন এই প্রহরা? কেন এই ডান্ডাবেড়ি?
আমাকে কি ফিরিয়ে দেবে সব আয়োজন?
জীবনের?
কেন মিথ্যে ভগবানের ভূমিকায় অবতীর্ণ হও আমার দুর্বলতম মুহূর্তে?
হিসেব কষে ফেলেছ? পড়ে ফেলেছ আমার কষ্টি?
তোমার সৃষ্ট অংক আর ভেদ- এ ব্যতীত কোনো হিসেব নেই আর?

কত প্রেম অজানা কত প্রেমী
সত্যিই মরে যায় মাঠে মাঠে
তাদের তরে দৃষ্টি ফিরবে না?
কোন্ স্বর্গের প্রতিশ্রুতি শোনো আর শোনাও?
কোন্ নরকে জ্বালাও?

কবেই ফেলে এসেছি আমি সব জ্বালাময় বক্তৃতা
সকল কল্যাণ আর অকল্যাণের বিধিনিষেধ – সুসমাচার
আমার হৃদয় সেই কালো মোহর অংকিত।