খাদে পড়া হাতি ওঠানোর জন্য ক্রেন আনা হয়েছে। ক্রেন দেখে হাতি হেসে ফেললো। মানুষ সেটা বোঝে নি। মানুষ ভেবেছে, আয়োজক, নীতি নির্ধারকগণ তো বিশেষ পারদর্শী। হাতি তুলে ফেলবে ঠিক ঠিক।
হাতি তোলা শুরু হলো। ও মা মারে! ক্রেনের হাড় হাড্ডিতে পুরানা বাতের সে কি আক্রমণ! হাতি দাঁড়িয়ে আছে খাদে চুপচাপ। ক্রেনটা কসরত করছে হাতী তোলার। নেতারা দূরে আছেন, আজ্ঞাবহ হয়ে খবর আসবে সাফল্যের। সাফল্যের খবরই আসে বরাবর।
ক্রেনটা কসরত করে যাচ্ছে। হাতি উঠতে চাচ্ছে। জনগন দাঁড়িয়ে দেখছে। সময় গড়াচ্ছে।