এবারের জনশুমারী নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। অনেকে অভিযোগ করছেন যে তারা বাদ পড়েছেন গণনা হতে; কেউ তাদের গুণতে আসেনি। আমাকে গুণতে এসেছিল কি না- জিজ্ঞেস করবেন না।আমি গণনায় এসেছি কি আসিনি- এটা মোটেও ধর্তব্য নয়। মহাকালের কাছে এসব কিছুই নয়। মানুষ বাঁচে কয়দিন!
যাহোক, জনশুমারীকে বিতর্কের উর্ধ্বে রাখতে আমার একটা সাজেশন আছে। সমুদ্রের তলদেশে মাছের ঝাঁকের অস্তিত্ব ও মাছের সংখ্যা নির্ণয়ে ব্যবহৃত পদ্ধতি আমাদের দেশে জনসংখ্যা নির্ণয়ে ব্যবহার করা উচিত। এতে জনশুমারীর সত্যতা নিয়ে সন্দেহ ও দোষারোপ কমবে এবং মাছের সংখ্যা নির্ণয়ের পদ্ধতি সঠিক কি না- তা-ও জানা যাবে।