তোয়ালে সরে গেলেই তেল চিটচিটে বালিশ
ক্ষীণকায় তোশকের কোণায় পোড়া দাগ
বাইরে প্রতাপ, ভেতরে আলো-আঁধারি
ঘরের দৈর্ঘ্য লজ্জাবনত,
এঘর ওঘর পর্দার দুরত্ব
নালাটা বন্ধ জানালার পাশে
খিস্তি, কাওয়ালি ভেসে আসে
নাক-চোখ-মুখহীন মানুষ ভাসে।
আমি চাইলেই যেতে পারতাম সবুজ গ্রাম
রূপোপজীবিনী- নগরেই রয়ে গেলাম।
০৭/১০/২০২০