প্রলম্বিত এক দু:স্বপ্নের পরে

যেন প্রলম্বিত এক দু:স্বপ্নের পরে
জেগে উঠে দেখব সব ঠিকঠাক হয়ে গেছে।
সূর্যের উষ্ণ আলো পর্দার ওপাশে
পত্রিকা জুড়ে উজ্জ্বল ছবি সব
গাছের পরিচর্যা করছে মালি, ধ্যানীর মতো।

অরক্ষিত আমার পিঠ, ছোরা হাতে ঘুরছে আমার ভাই
আহত শরীর, অপমানে অধোবদন
কুলুপ আঁটা মাটির দিকে তাকাই
‘সমঝোতা সমঝোতা’ যেন ছেলেবেলার নামতা- একমনে জপে যাই।

বিভীষণ, রাবণের কাহিনিতে কী তোমার পরিচয়?

০৩.০৪.২০২৩
চট্টগ্রাম।