বন্ধু

পরিচিত একটা গল্প শুনুন। কিছু কিছু পরিচিত গল্প বারবার বলা যায়, শোনা যায়; এতে গল্প কথক বা শ্রোতা- কারো ক্ষতি বৃদ্ধি হয় না। শুনুন-
“ইয়ে দোস্তি হাম নেহি তোড়েংগে” টাইপের দুই বন্ধু জংগলের মাঝ দিয়ে হাটছে; অলস ভঙ্গিতে, গান গাইতে গাইতে, গল্প করতে করতে, রঙ তামাশার কথা বলতে বলতে। চলতে চলতে তারা দেখল একটা ভয়াল দর্শন ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে। দুজনই বুঝল তাদের সামনে সাক্ষাত মৃত্যু। ভাল্লুকের হাত থেকে বাঁচতে এক বন্ধু বসে পড়ে নিজের জুতার ফিতা টাইট করে বাঁধতে শুরু করল। অপর বন্ধুটি বলল, ‘দোস্ত, তোমার কি মনে হয় দৌড়ে তুমি ভাল্লুকটা কে পেছনে ফেলতে পারবে?’
ফিতা বাঁধতে বাঁধতে বন্ধুটি বলল, ‘তোমাকে তো পিছনে ফেলতে পারবো? ওতেই চলবে।’
গল্পটা এ পর্যন্তই। এবার আমি গল্পটিতে একটু হাত দেই, পেছনে পড়ে থাকা বন্ধুটির মুখে একটা সংলাপ দিয়ে দেই।ফিতা বাঁধা শেষে দৌড় দিতে উদ্যত বন্ধুকে পেছনে থাকা বন্ধুটি বলল, “বন্ধু, তুমি প্রাণপণে দৌড় দিও। যত যা কিছুই ঘটুক, তুমি পিছন ফিরে তাকিও না। আর আজকের পর ভবিষ্যতেও এটা নিয়ে ভেবো না। নিজেকে ক্ষমা করতে পারবে না।”