তখন জাহাজটা এক বিরাট ঝড়ের কবলে পড়ে। আমি তখন জাহাজের ডেকেই ছিলাম; একাধিক বিষয়ে মেজাজ খারাপ ছিল। হাতে দড়ি ছিল, অক্ষম আক্রোশে নিজেকেই দড়ি দিয়ে বেঁধে ফেলব কি না ভাবছিলাম।
জাহাজের ক্যাপ্টেন এমন হামবড়া ছিল যে তার আস্ফালন পর্যায়ের আশ্বাসে কেউ ভাবেনি এটা ডুবতে পারে। কিন্তু জাহাজটা মনে হয় টাইটানিকের বংশধর ছিল। জাহাজটা যখন ডুবে, আমি ভাবছিলাম, আমার মোবাইল ফোনটা বাঁচবে তো?
জাহাজটা ডুবেই গেল, মালপত্র ভেসে গেল। সালাম নামের এক মেকানিক কী বলে জানি চিৎকার করছিল।। দূর থেকে বুঝি নাই, দেখে মায়া লাগল, কাছে গেলাম, গিয়ে শুনি বদর বদর চিৎকার করছে।
আমি একটা বয়া পেয়ে গেলাম আর এটা ধরে ভাসতে ভাসতে উপকূলে এসে পৌছালাম। আমার সাথে কেউ নেই। যে যার মতো ভেসে গেছে। যদি কোনো দিন কারো দেখা পাই, জবাব চাইব, রাতে ডাইনিংয়ে আমার খাবার কে খাইছে। এইসব ব্যভিচারীদের জন্যই জাহাজ ডুবে।
(বয়া দেখে গল্প)