বাঙালির স্মৃতিচারণ

বৃদ্ধ ও তরুণের কথোপকথন:
-কত বছর আগের কথা?
-বছর তো মনে নাই, তবে আমরা তখন ছোটই ছিলাম।
-কত ছোটো?
-হাফ প্যান্ট পরি, দৌড়াদৌড়ি করি। মা কড়া চোখে নজরদারি করেন।
-হুম, খুব দুষ্টু আছিলেন।
-না, তখন জলে ডেগ, জিঞ্জিল ছিল আর মাটিতে ঘুরে বেড়াত কলিজাখোর, ইয়া বড় বড় চোখ তার!
-ধুর, এরকম কোনো প্রাণীই নাই!
-তোমার তাইলে এখনো জন্মই হয় নাই।