ব্রুটাস

পার্ট অব লাইফ- বলে পাশ কাটাই কত কিছু
জিঘাংসু চোখ তবুও আসে পিছু পিছু
দগদগে ক্ষত পিঠে- ফিরে আসি গৃহে
“ব্রুটাস, তুমিও!” মনে পড়ে নিগ্রহে
কে ব্রুটাস- সে-ই ভেবে দিকভ্রান্ত হই
কারো আখ্যানে আমিও কি ব্রুটাস নই?
ব্রুটাস কি বলয়ের বাইরের কেউ?
ভাইয়ের মুখোশ পড়ে হাঁটা সুচতুর ফেউ?
পিতা? মাতা? সহোদর? সন্তান?
হারিয়ে যাওয়ার গল্প ভারি করে আখ্যান।

ভালোবাসার পিঠে ছুরি, আমূল গাঁথা
দেখে বুঝে যাই
রক্ত-জন্মের ঋণ রক্তাক্ত হয়ে শোধাই।

০৭।০৬।২০২৩
চট্টগ্রাম।