অস্বীকার আর কারো কাছে নয়- অস্বীকার স্বত্ত্বাগত 
নিজের দিকে তাকিয়ে নিজেকে পাশ কাটানো যত 
অস্বীকার করতে পারিস তুই নিজেকে, চেপে ধরতে পারিস আর কারো ঘর্মাক্ত মুখ 
তোর বুকের ভাঁজে 
অবসাদের ঘোরে চোখ মুদলেই দেখবি- এই আমি তোর সর্বব্যাপী। 
জেনে নিস এই- 
তুই থেকে আমি, আমি থেকে তুই 
কোন মুক্তি নেই।
২১/১১/২০১৮ 
ঢাকা।


