মাকড়সা

মশা ওড়ে, মাছি ভনভনে
মাকড়সা শুধু জাল বোনে
সবে চঞ্চল, সে বসে কোণে
ফাঁদে ফেলে সুতা ধরে টানে।

জাল ফেলে অলস সময় তার
কূটবুদ্ধি আসে মগজে বারবার
নিজের ন্যায় স্থবির করে দেবার
আর সবের উড়ন্ত কারবার।

এহেন মাকড়সাকে ধ্যানী জ্ঞানী জ্ঞানে
অধম আদমে পূজে, টানে উদাহরণে।

জ্যাম কাব্য
১১/০৭/২০১৮
ঢাকা।