যখন সব ঝড় থেমে যায়
আর তুমি দেখ তুমি কেবল তোমার
দেখতে পাও তুমি কেবল একা-
দেখতে পাও- মহান জীবনী কিংবা ঐশী বাণী
সব বিবর্ণ মলিন ফ্যাঁকাসে বুজরুকি
তখন তুমি সন্তাপে ডুবে যাও।
যে প্রাণ তোমার নয়, অথচ তুমি বয়ে বেড়াও
যে প্রেম আর কারো- অথচ তুমি প্রহরা দাও
যে চরিত্র রূপান্তর তুমি স্বীকার কর না
অথচ তোমাকে সে রূপে অবতীর্ণ হতে হয়-
সে রূপ জীবন্মৃতের দণ্ডাদেশ কেবল-