রেমেডি- কমেডি

কিছু আফসোসের কথা বলি আজ। এমন আফসোস, যা আমরা খুব চাই, কিন্তু হয় না; বলতে চাই, বলতে পারিনা, করতে চাই, করতে পারিনা। 
১)
নষ্ট মাথাওয়ালা এক ক্ষমতাশালীর মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, সে গিয়েছে ডাক্তারের কাছে। ডাক্তার জানে সে নষ্ট মাথা, তাই সে এই পথ্য, মোটামুটি কথ্য ভাষায় দিচ্ছে-
-ডাক্তার সাহেব, আমার মাথায় প্রচণ্ড ব্যথা!
-মাথা কাইটে ফেলায় দেন।
-এটা কি বললেন! মাথা কেটে ফেলে দেবো! এটা কোনও চিকিৎসা!
-জ্বে না, এইটে চিকিৎসা না, তয় আপনার জন্যি এইটেই করনীয়। হেহেহে! হেহেহে!
২) Khademul Islam Chowdhury Sagar থেকে প্রাপ্ত:
অত্যাচারী গৃ্হ শিক্ষকের শারমেয়রূপ ব্যবহারে অতিষ্ট ছেলেটি শিক্ষককে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকা প্রভু ভক্ত চারপেয়ে প্রাণীর নামেই ডাকে মনে মনে। তার খুব ইচ্ছে হয় শিক্ষককে সে এটা জানায়, তবে সাহস পায়না,  উপায় পায়না। একদিন পড়ানোর সময় নাস্তা দিয়েছে মিষ্টি। শিক্ষক ভদ্রতার মিষ্টিটা রেখে অন্যগুলো খেয়ে নিলো। ছেলেটি বলল, “স্যার, এইটাও আপনি খাইয়া ফেলেন। আব্বায় জিজ্ঞেস করলে বলমু কুত্তায় খায়ালাইছে।”
৩)
ক্লাসে কথায় কথায় অমানবিকভাবে ছাত্র পেটানো খুব বদরাগী, নিষ্ঠুর এক স্যারের মন একদিন খুব নরম হলো; ক্লাসে গিয়ে তিনি ছেলেদের বললেন, ” আমি জানি তোরা আমারে ঘৃণা করস, কারণ আমি তোগোরে মারি। কিন্তু তোরা জানস না, আমি তোগোরে কত ভালবাসি। এই মাইর ভালোবাসারই প্রকাশ…”
ক্লাসের ভদ্র ছেলেটি বলল, “স্যার, আমরাও আপনাকে অ-নে-ক ভালোবাসি। তবে, প্রকাশ করতে পারি না।