জ্যাম সাহিত্য
এমন জ্যাম লেগেছে! জ্যাম সাহিত্যও আটকে গেছে জ্যামে! আমার জান আকুঁপাকুঁ করছে; বলছে, “হয় ছাড়ান দে, নয় কাছে আয়।” কারে ছাড়ান দেবে, কে দেবে আর কে আসবে, কার কাছে আসবে- এসব বলছি না। বলতে পারছি না। বলার সুযোগ নাই। বলার গলাও জ্যামে পড়ে গেছে।
জ্যাম শব্দটি আমাদের জন্য একটা বিভীষিকা। আমরা বলতে আমরা, যারা রাস্তায় বের হই জীবিকার তাগিদে। আমরা জানি জ্যাম আমাদের জন্য কি ভয়াবহ অভিশাপ। তবে, জ্যাম শব্দটি আমাদের কাছে অভিশাপ হলেও, অনেক বাচ্চার কাছেই এটা আবার বেশ প্রিয়। অনেক বাচ্চা আর কিছু না খেলেও জ্যাম খেতে পছন্দ করে।
জ্যাম নিয়ে জ্যারোডি কাব্য লেখা এক অখ্যাত কবি একদা লিখেছিলেন-
“জ্যাম কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই
ইহার চেয়ে কুশ্রী কিছু সড়ক জুড়ে নাই।”
এটি প্রাপ্তবয়স্ক ভার্সন। সম্প্রতি শুনেছি এই লাইনের একটি শিশুতোষ ভার্সন বেরিয়েছে এরকম-
“জ্যাম কথাটি মিষ্টি অতি কিন্ত জেনো ভাই
হুদা খেয়ে ধরা পড়লে আর রক্ষা নাই।”
দেখা যাচ্ছে, একই শব্দ দুজনের কাছে দুরকম অর্থে ধরা দিচ্ছে। শব্দের অর্থ কি হবে, তা ভালো বলতে পারে অধুনালুপ্ত (?) “সৃজনশীল শিক্ষাপদ্ধতি”র প্রোডাক্ট ছেলেপেলেরা। উদাহরণ দিচ্ছি।
সৃজনশীল শিক্ষাপদ্ধতির শ্রেণীকক্ষের ছাত্র, শ্রদ্ধেয় শাহীন স্যারের বল্টু একদিন ক্লাশে এসে বেশ গর্ব নিয়ে ঘোষণা দিল যে সে সংগম দেখেছে। এটা অনেক রেয়ার একটা জিনিস, দেখার ভাগ্য সবার কপালে জোটে না।
বল্টুর বাড়াবাড়ি গর্বে বিরক্ত হয়ে এক সহপাঠী স্যারকে নালিশ জানালো। স্যার এসে বল্টুকে কড়া কন্ঠে ঝাড়লেন।
-তুই কি দেখছস ক’!
-স্যার সংগম দেখছি।
-(দাঁত কিড়মিড় করে) কই দেখছস?
-সস্যার গরমের বন্ধে বাড়িত গিয়ে।
-কি দেখছস?
-স্যার, গমের ক্ষেতে পোকামাকড়, পাখি আর ইন্দুর তাড়ানোর জন্য সঙ বসানো হইছে।
-তুই সংগম পাইলি কই!
-স্যার, গমের ক্ষেতে সঙ, সঙগম!
স্যার কিঞ্চিৎ থতমত খেলেন; বিষয়টা বোঝার চেষ্টা করলেন। বোঝার চেষ্টা করলে বোঝা যায় বলে স্যারও বুঝলেন; কন্ঠ নরম করে বললেন, বল্টু, তুই জানিস, শব্দের অর্থ, যথাযথ ব্যবহার কত গুরুত্বপূর্ণ?
-স্যার, কিছু কিছু জানি।
স্যারের আরো কিছু বলার ছিল। বক্টুর উত্তর শুনে থেমে গেলেন। বললেন, আচ্ছা? কিছু কিছু জানস? বলতো শুনি?
-স্যার, ধরেন, আপনি বললেন, “ভদ্রলোক ছেলেমেয়ে নিয়ে আনন্দ করছেন।” এটা শুনে সবাই ভাববে আহা, লোকটা কি সন্তান প্রিয়! আবার স্যার, আপনি যদি শুধু ‘ছেলেমেয়ে’ কে উলটে ‘মেয়েছেলে’ দিয়ে বলেন, “ভদ্রলোক মেয়েছেলে নিয়ে আনন্দ করছেন।” তাহলে ভদ্রলোক সম্পর্কে সবাই কি ভাববে? শব্দের অর্থ, যথাযথ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ স্যার।
জ্যাম চলছে, আমি শেষ। মাথাব্যথা শুরু।