“শহরটি বছরে অর্ধ বিলিয়ন ডলার খরচ করে এবং প্রায় সমপরিমাণ অর্থ ট্যাক্স, ফি আর বিভিন্ন চার্জ বাবদ আদায়ও করে নেয়।”
থ্রিলার উপন্যাসটির প্রথম অনুচ্ছেদের ষষ্ঠ বাক্য এটা।
উন্নত হতে চাইলে, স্বয়ংসম্পূর্ণ হতে চাইলে- কী করনীয়, সেটির একটা ইঙ্গিত এই বাক্যে নিহিত আছে।
আমরা বোধহয় এসব তুচ্ছ জাগতিক নিয়ে ভাবিত না।