স্মৃতিতে আসা অন্য প্রোফাইলের বন্য কথকতা

-ছেলে ছোটোখাটো ঠিকাদার, লোকাল পলিটিক্সে জড়িত, দীর্ঘদিন বেকার ছিল, এলাকায় খুব একটা ভালো নাম নেই। এই ছেলেকে কী দেখে ঠিক করলে পাত্র হিসেবে?
-ছেলেটা ভালো। ছেলেকে ভাজা মাছ খেতে দেয়া হয়েছিল, সে একপিঠ খেয়েছে কেবল।
০৯.০৭.২০২১

১)
কলেজের প্রিন্সিপালের রুমে ছেলে-মেয়ে দুজনকেই হাজির করা হলো। বায়োলজি স্যার অভিযোগ করেছেন, এই ছেলে-মেয়ে ক্লাশ ফাঁকি দিয়ে একসাথে ঘুমিয়েছে। বায়োলজিক্যাল ব্যাপার! কেউ ধরতে পারেনি; বায়োলজি স্যার ধরে ফেলেছেন। প্রিন্সিপাল খুব তেতে আছেন।
-তোরা একসাথে ঘুমিয়েছিস?
ছেলে-মেয়ে দুজনই মাথা নিচু করে আছে; মেয়েটা লজ্জায় চুপসে গেছে। ছেলেটা অস্ফুট কন্ঠে বলল, না স্যার।
প্রিন্সিপাল সাহেব খেপে আগুন হয়ে গেলেন। রেগেমেগে বললেন, “আমার সাথে মিথ্যা বলিস! ঘুমাসনি! সারা ক্লাস দেখেছে বায়োলজি ক্লাসে তোরা শেষ বেঞ্চে বসে ঘুমিয়েছিস! মিথ্যা বলিস আমার সাথে! এত বড় সাহস! বুকে হাত দিয়ে বল ঘুমাসনি!”
থতমত খেয়ে ছেলেটা বুকে হাত দিল। প্রিন্সিপাল সাহেব বোমা হয়ে ফাটলেন,
“হারামজাদা নিজের বুকে হাত দে!”

২)
এক অফিসে গিয়েছিলাম কাজে। অফিসের লিফটের সামনে দেখি এক লোক খুব ক্রুদ্ধ, উত্তেজিত ভঙ্গিতে পায়চারি করছেন। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, “ভাই এত অস্থির কেন, কি হয়েছে?”
-লিফটম্যান শালাকে খুঁজছি। ওকে পেলে আমি….
-কেন ভাই , সে আবার কি করেছে!
-জীবনে আমি এত নীচে নামিনি! শালা আমাকে এত নীচে নামিয়েছে! এত নীচে নামিয়েছে….!

০৯/০৭/২০১৮
জ্যাম ও উত্তরা