হাত ধরো- মুছে নেবো সব কালিঝুলি
জঞ্জাল ধুয়ে দেবো গঙ্গার পূত জলে।
রাষ্ট্র নামে একনায়কের ভাঁড়ামো মেনে নেবো হাসিমুখে।
হাত ধরো- আকুতির চেয়ে বড় কোন প্রতিজ্ঞা নেই।
যে বিকলাঙ্গ কতিপয় রাস্তা ঠেকায়
কর্কশ কন্ঠ কিছু নরক প্রতিষ্ঠা করে
একে কেড়ে ওকে দিয়ে সাধু সাজে যে
ক্ষমা করে দেবো সব ক’টাকে
হাত ধরো এসে
চায়ের কাপ ঝিম মেরে আছে
কেটলিতে উত্তাপ শিস কাটে, ব্যাকুলতা ছড়ায়
১৬.০৯.২০১৯