সিরিয়াস ইস্যু নিয়ে কৌতুক করতেই হয়। এতে হাসি মুখে বিপদের মোকাবিলা করার বীরত্বের স্বাদ পাওয়া যায়। করোনা ভাইরাস বাদ থাকবে কেন?
বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এসে গেল করুণ করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস নিয়ে কে কি বলছেন, ভাবছেন?
স্বাস্থ্য সংস্থাঃ হাত-পা, মুখ, পোশাক পরিষ্কার রাখুন। হ্যান্ডশেক, কোলাকুলি করবেন না। হাঁচি-কাশির সময় মুখ ঢেকে নিন। ভীড় এড়িয়ে চলুন। বাইরে থেকে এসে সাবান দিয়ে ভালো করে হাত, মুখ পরিষ্কার করুন। আতংকিত হবেন না; সতর্ক হোন।
বাঙালি সম্প্রদায়ঃ আতংকিত হইতে না করলো ক্যান! আতংকিত হইতে না করলো ক্যান! বিষয় কী! আমরারে মারনের ফন্দি!
বিরোধী দলঃ আমরা ক্ষমতায় থাকলে দেশে করোনা ভাইরাস ঢুকতে দিতাম না। এই ফ্যাসিবাদী সরকারের হাতে জনগণ জিম্মি। কেউ আজ নিরাপদ না! সবাইকে সাথে নিয়ে গণ-আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে।
আন্তর্জাতিক ষড়যন্ত্রতত্ত্ববাদীঃ এটা বিদেশি কোন চাল নয় তো? করোনা পাঠিয়ে, পরে সাহায্যের নাম করে আমাদের দেশীয় সম্পদ লুটে নেবার কোন ফন্দি নয় তো?
দেশীয় ষড়যন্ত্রতত্ত্ববাদীঃ পাপিয়া কান্ড ধামাচাপা দেবার জন্য এখন নিয়ে আসছে করোনা কান্ড! এসব আমরা বুঝিনা?
কবিঃ বন্ধু তুমি কাছে এস হাতটা আমার ধরোনা!
তুমি পাশে থাকলে আমি ভয় করিনা করোনা।
ধূমপায়ীঃ করোনা ছড়ায় হাত থেকে মুখে, আর এরা গরমে টিকতে পারেনা। এইজন্য ধূমপান করা আবশ্যক।কিশোঞ্জা লুকঃ কোরুনা বাইরাস আইফরছে দ্যাশো! ইড্ডা বুলে উবের বাইরাস না! আল্লা’ সাইয্য কোরো’!
ছা-পোষা সাত্তারঃ যদি কয়েকটা দিন কোয়ারেন্টাইনে থাকতে পারতাম! নয়টা-ছয়টা আর ভাল্লাগে না!