১)প্রতিদিন পথে মনে পড়ে উম্মাতাল নৌকার খোল
ডুবন্ত রাস্তার বন্ধুর পথে, বাসে বসিয়া খাই দোল।
২)আমার এ রাস্তায় জ্যাম লাগাইয়াছে যেবা
আমি করি তাহার হেদায়েত কামনা
৩)বাস ট্রাক জোড়া জোড়া
চাপা দিলে হবি খোঁড়া
ওরে রিক্সা সরে দাড়া
আসছে নবাবের গাড়ি ঘোড়া
পাইক পেয়াদা খেপেছে
জ্যাম লাগিয়ে দিয়েছে।
৪)সিস্টেম সিস্টেম ডাক পারি
সিস্টেম কি খেলো মাথায় বাড়ি?
আয়রে সিস্টেম পথে আয়
আয়ু আমার জ্যামে খায়।
৫)লেগুনা হেঁকে বলে রিক্সারে
রাস্তা না ছাড়িলে
দিবো চাপা মেরে।
এহেনকালে রাস্তায়
লেগে গেলো জ্যাম
লেগুনা বলে, “ওরে আমি
কই পলাইতেম!”