আগন্তুক ও বাঙালি

আপনাদের এলাকায় ছাগলের চাষ কেমন?
-মাশাল্লাহ।
-ভেড়া?
-মাশাল্লাহ।
-গরু?
-মাশাল্লাহ।
-হালচাষ তো গরু দিয়েই করেন, তাই না?
-মাশাল্লাহ।
-গরুর দুধ উৎপাদন কেমন?
-মাশাল্লাহ।
-গরুর দুধ দিতে পারবেন? খাবো।
-মাশাল্লাহ, ছাগলের দুধ আছে।
-গরুর দুধ তাহলে শেষ। আচ্ছা, ভেড়ার লোম দিতে পারবেন? গায়ে জড়াবো।
-মাশাল্লাহ ছাগলের চামড়া আছে।
-আচ্ছা, ভেড়ার লোম তাহলে শেষ। আচ্ছা, অর্গানিক চাষের জন্য গোবর দরকার ছিল। দিতে পারবেন?
-মাশাল্লাহ ছাগলের নাদি আছে।
-গোবরও শেষ! আচ্ছা, হালচাষের গরু তো আছে, না?
-মাশাল্লাহ ছাগল আছে।
-হালচাষেও ছাগল আছে! সব কি ছাগলই আছে? গরু, ভেড়া নাই?
-মাশাল্লাহ আছে।
-কিছুই তো পাচ্ছি না। ছাগলও তো দেখছি না।
-মাশাল্লাহ আছে।
-মাশাল্লাহ আছে। আলহামদুলিল্লাহ।