জ্যারোডি ২

১)
জ্যাম হেরি ক্ষান্ত কেন গমন করিতে,
খালি পেটে পার কি তুমি বমন করিতে?

২)
রাজপথ উঁচু নিচু ঝাঁকি ঝাঁকি খেলা,
জ্যামই কেবল সামলায় নিদারুণ সেই ঠ্যালা।

৩)
সময়ের মাঝে পৌছতে আমায় কহো যে
জ্যাম ঠেলে যায় না পৌছা সহজে।

৪)
গন্তব্যে আমার পৌছে যেতে নেই মানা,
মনে মনে জ্যামে বসে ছড়িয়ে দিলাম পাখনাখানা।

৫)
ভি.আই.পি এসে এমন জ্যাম লাগাইলো রাস্তায়
জ্যামের চোটে চান্দি ফুটে তেলে বেগুনটায়।

৬)
~ একটাই কথা আছে ঢাকাতে
ভুক্তভোগী সব বলে একসাথে
সে হলো-
জ্যামউ, জ্যামউ সবার, জ্যামউ সবার (২)

কে প্রাডো কে ম্যাক্সি সে দেখেনা
ধনী গরিব বিচার সে করে না
সে হলো-
জ্যামউ, জ্যামউ সবার, জ্যামউ সবার~

(বি:দ্র: এক সিগন্যালে এই কয়টাই ছাড়া পেল। পাঠকের সাড়া পেলে আরো ছাড়া হবে।)