এবার ছুটিতে বাড়ি যাবো। বাড়ির নদী আমাকে ডাকে, নদীর পাড় ডাকে, পাড়ের প’ড়ো প’ড়ো মাটি ডাকে, সে মাটিকে আগলে রাখা দূর্বাদল ডাকে।
আমাকে নদীর ঘোলা জল ডাকে-
আমার ছেলেবেলার দুর্দান্ত নায়কেরা, যাদের রঙ রোদ ভালোবেসে আবলুশ কাঠের, তাদের নাওয়ের দাঁড়ের শব্দ আমাকে ডাকে, নাওয়ের খোলা পাটাতন ডাকে, পাটাতনের বুকে শুয়ে তারাদের দেখতে আকাশ ডাকে, নাওয়ের খোলে মাছের আঁশটে গন্ধ ডাকে, শ্যাওলা ডাকে, কচুরিপানা ( যাকে আমরা দল বলে ডাকি) ডাকে-
খোলা মাঠে দুপুরের তপ্ত রোদ ডাকে, কড়ই গাছের গুড়ি ডাকে, হঠাৎ হঠাৎ আসা নদীর বাতাস ডাকে। দূরে আর গ্রামের ছায়া পড়া রেখা আর শির উঁচু করে দাঁড়িয়ে থাকা তাল গাছ ডাকে।
বৈশাখের সবুজ ঝিঁঝি পোকা ডাকে। টিনের চালে আষাঢ়ে দ্যোতনা ডাকে। শরতের শান্ত বিল ডাকে, সে বিলে মুক্ত মাছেরা ঘাই মারে। দাওয়ানো ধানের আঁটির গন্ধ আর মলম পাড়ানো ডাকে।
আমাকে ডাকে দরদী মাটি
আমাকে ডাকে মমতাময়ী জল
আমাকে ডাকে উদাত্ত আকাশ
স্বর্ণপাহাড়ের খোঁজে সব ধাতব হয়ে এসেছে আমার। আমি এবার বাড়ি যাবো।
১৯/০৬/২০১৯
এপোলো হাসপাতাল
৩২০, আন্না সালাই, টিনাম্পেট
চেন্নাই।