ঝড় আসার পর টের পেলাম দরজার কাঠ সেগুন নয়, জানালার পুরু কাচটাও ভঙ্গুর। পলেস্তারা খসে পড়ে কখন- তটস্থ থাকি।
বিদ্যুতে গোলযোগ, পানিতে লোহার দ্রবণ-
এ শরীর ঘাতসহ হবে- বলে বলে
উপশম খুঁজে নিই
২৭.০৬.২০২০
ঝড় আসার পর টের পেলাম দরজার কাঠ সেগুন নয়, জানালার পুরু কাচটাও ভঙ্গুর। পলেস্তারা খসে পড়ে কখন- তটস্থ থাকি।
বিদ্যুতে গোলযোগ, পানিতে লোহার দ্রবণ-
এ শরীর ঘাতসহ হবে- বলে বলে
উপশম খুঁজে নিই
২৭.০৬.২০২০