নির্বেদ

আস্ত মানুষ খেয়ে ফেললো সময়।
আস্ত মানুষ।
নির্বেদ বর পাওয়া পথচারী ছিল, ছিল সহচর বন্ধু পরিজন।
গন্দমের গল্প নিয়তি জেনে চেয়ে ছিল নির্নিমেষ।
তারপর হেটে গেল জরাগ্রস্ত পা দুটি টেনে টেনে-
সময় তো গিলে নেবেই, এতটুকু বেখেয়ালে
আহারে মানুষ!

জ্যাম কাব্য
১১/০৭/২০১৭