ভালোবাসি তোকে- এর কোনো বিকল্প নেই আর
কোনো বাক্য ধ্বনিত হয় না রন্ধ্রে।
পৃথিবীর কোনো রঙ পৃথিবীর কোনো রূপ
আর রস
এভাবে আলোড়িত করে না আমাকে।
আর কোনো লক্ষ্য আর কোনো উদ্দেশ্য নেই ক্রমশ বর্ধমান ব্রহ্মাণ্ডে।
পুড়ে যাস তুই- যেমন পোড়ে অনন্ত অনল হাবিয়ায়
অলক্ষ্যে থেকে যাস তুই- যেমন থেকে যায় আমার ভাবনা
আগুনও হয়তো ফুরসৎ চায় পোড়াতে পোড়াতে
২০.০৬.২০২৩